STORYMIRROR

Sad love

Abstract Romance Fantasy

3  

Sad love

Abstract Romance Fantasy

আমার একটা সংসার দিবিলেখা রানা

আমার একটা সংসার দিবিলেখা রানা

1 min
133

-আমায় একটা সংসার দিবি?


-তুই পরবি শাড়ী,বাঁধবি খোপা কানে পরবি দুল,পায়ে আলতা,কপালে টিপ তোকে খুব মানাবে জানিস?


-বলছি কি আমায় একটা সংসার দিবি?


-ভালোবাসায় মুড়ানো সময়গুলো আমরা একসাথে পার করবো,এক কাপ চা দুজন ভাগাভাগি করে খাবো,আমায় রোজ খায়িয়ে দিবি তুই।


-বলছি,আমায় একটা সংসার দিবি?


-কারনে অকারনে তোকে ভালবাসবো তবে রাগও করবো খুব পরে তুই ই আমার রাগ ভাঙাবি ভালবাসা দিয়ে।


-বলছি,আমায় একটা সংসার দিবি?


-কাজ শেষে ক্লান্ত শরীরে তোকে পিছন থেকে জড়িয়ে ধরে বলবো ভালবাসি। রাতের খাওয়া শেষে দুজন মিলে আড্ডা জমাবো দেখবো লা-লিগা থেকে শুরু করে রাজনীতি সব বিষয় নিয়ে জম্পেস আড্ডার আসর বসাবো।


-বলছি,আমায় একটা সংসার দিবি?


-দুজন মিলে একটা ছোট্ট বাসায় পাখির মত দুজন কিঁচির মিঁচির করবো। কাজ না থাকা দিনে শহরে কোলাহল ছেড়ে নির্জনে কোথাও দুজন মিলে ঘুরে আসবো।


-বলছি,আমায় একটা সংসার দিবি?


-তোর ছোট ছোট সখগুলো পূরন করবো সাধ্যের মধ্যে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাবো দুজন প্রচন্ড ভীড়ে ট্রেনে করে।


-বলছি,আমায় একটা সংসার দিবি?


-দুজন যেখানে অনেক বেশি ভালো থাকবো!


  • -বলছি,আমায় একটা সংসার দিবি?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract