অপরিচিত হয়ে যাই
অপরিচিত হয়ে যাই
1 min
116
তারপর,,,
একদিন সময় না দেয়ার অভাবে আমরা অপরিচিত হয়ে উঠবো।আমাদের কথা বলার পরিমাণ কমতে থাকবে।নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির মাত্রা বেড়েই চলবে।
নিয়ম করে 'ভালোবাসি' শোনার অপেক্ষায় আর কেউ ই থাকবো না।অল্প কিছুতেই মান অভিমান করা হবে না।
ঠিক এভাবেই আমরা নিজেদের অধিকার গুলো খুব অযত্নে হারাবো।

