আগোছোলা আমিটাকে
আগোছোলা আমিটাকে
ভীষণ অগোছালো আমিটাকে পরিপূর্ণ ভাবে গুছিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আমি চির কৃতজ্ঞ।আপনি জীবনে না এলে জীবনের মানে বোঝা হতো না আমার।
আপনি পাশে না থাকলে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজো নেয়া হতো না আমার।
আপনি ভালোবাসেন বলেই আমি আজ পরিপূর্ণ।
আপনার অবহেলাতেও আমি হই ছিন্নভিন্ন।
আপনি আমার বেঁচে থাকার শেষ অবলম্বন।
আপনি না থাকলে থেমে যায় আমার হৃদস্পন্দন।

