তোমারে পাইলে
তোমারে পাইলে
তোমারে পাইলে আমার আর কোনো আফসোস থাকতো না,দীর্ঘশ্বাস থাকতো না। এই যে তোমার লাইগা বুকটা খালি খালি লাগে। তোমারে ভাবতে গেলেও চক্ষু দুইটা ভরাট হইয়া যায়। এই যে তোমার অভাবে আমার রাইত কাটে কিন্তু দুই চোক্ষে ঘুম আসে না। তোমারে পাইলে হয়তো আমার দিন রাইত এমন হইতো না।
তুমি এহন আসমানের চান্দের লাহান। তোমারে দেহা যায় কিন্তু কাছে যাওন যায় না, ছোঁয়োন যায় না, কথা কওন যায় না। আমি তোমারে কাছ থেইকা দেহনের লাইগা ছটফট করি, পাওনের লাইগা ছটফট করি, তোমার লাইগা রাইতের আন্ধারের মত আমার ভিতর আন্ধার হইয়া যায়। আমার খালি মনে হয় তোমারে পাইলে আমি সব পাইয়া যাইতাম। তোমারে পাইলে আমার আর এমন কষ্টে দিন রাইত কাটতো না।
সূর্যের আলোয় এহন আমার দিন হয় না, ঘুটঘুটে আন্ধারেও রাইত হয় না। আমি ঠিকমত ঘুমাইতে পারি না। চক্ষু দুইটা তোমার আশায় চাইয়া থাকে। আমার সবকিছু এলোমেলো হইয়া গেছে। কারো ভালো কথাও ভালো লাগে না। কথায় কথায় রাগ হয়। আমি বোঝাইতে পারি না আসলে এই রাগটা তোমারে না পাওনের ব্যাথার। বন্ধু বান্ধব গুলা আমার এই খিটখিটে রাগের কারণে দূরে চইলা যায়। তোমারে পাইলে হয়তো এইভাবে আমার সবকিছু এলোমেলো হইতো না।
এই যে আশেপাশে কত মানুষ তবুও আমি একা থাকি। আমার ভীষণ একলা একলা লাগে। তোমার কথা মনে হইলে আমার সব শূন্য হইয়া যায়। দুই চোক্ষু ভরাট হইয়া যায় তোমার ব্যথায়। কি যে এক যন্ত্রণা, কি যে এক অসহ্য কষ্ট কাউরে দেখান যায় না, বোঝান যায় না। ঠোঁট চাইপা এই কষ্ট গুলা নিয়াই বাঁইচা আছি। মাঝে মাঝে নিজের উপর নিজের খুব রাগ হয়, কেনো এতো ভালোবাইসাও আমি তোমারে পাইলাম না।
তুমি আমার হইবা কথা দিয়া আমার হইলা না। তুমি হইয়া গেলা দূরের আকাশ, আর তোমার অভাবে আমি হইলাম অবাধ্য, হইয়া গেলাম অগোছালো। তোমারে পাইলে আবার আমি মানুষ হইতাম, আবার আমি তোমার প্রেমিক হইতাম।
