তোমার ছুয়ার জাদুতে আমি
তোমার ছুয়ার জাদুতে আমি
1 min
268
আমি বলছিনা, অনন্তকাল তুমি আমার পাশে বসে থাকো।
শুধু চাই আমার ভীষণ অসুখে তুমি আমার মাথায় হাত রাখো।
বলছিনা, নির্ঘুম রাত জেগে তুমি আমার সেবা করো।
শুধু চোখে চোখ রেখে আমায় আশ্বস্ত করো কিচ্ছু হবে না তোমার।
বলছিনা, সারাক্ষণ আমায় ভালবাসার চাদরে জড়িয়ে রাখো।
তুমি কেবল একবার ভীষণ যত্নে আমার হাত ছুঁয়ে দিও।তো
মার একটুখানি স্পর্শের জাদুতে আমি বেঁচে উঠি প্রিয়।
