তোমারে আর পাইলাম না
তোমারে আর পাইলাম না
মন থেইকা চাইলে না কি সব পাওয়া যায়!
আমি তোমারে চাইলাম
মন প্রাণ উজাড় কইরা চাইলাম,
কিন্তু তোমারে পাইলাম না।
আমি চাইলাম তোমার সাথে হাসতে
তোমার সাথে বাঁচতে,
চাইলাম তোমার হাতে হাত রাইখা
জীবনের বাকিটা সময় কাটাইতে।
কিন্তু তোমারে আর পাইলাম না।
মন থেইকা চাইলাম তুমি আমার হও
আমি তোমার সাথে জ্যোৎস্না দেখমু
আমার কাঁধে তুমি মাথা রাখবা
তোমার হাতের আঙুলে আঙুল রাইখা
আমি কমু "তোমারে আমি ভালোবাসি" ।
রাইতের আকাশের বুকে চাঁদ যেমন লেপ্টে থাকে
তেমন কইরা থাইকা যাইও আজীবন।
তোমারে মন প্রাণ উজার কইরা চাইয়া
নিজের ভিতর নিজের সব হারাইলাম
ভাবলাম তুমি জীবনে আইলে
আমার জীবনটা জ্যোৎস্নার মত আলোকিত হইবো
আমি রাতের আকাশ পাইলাম
এক দুঃখ ভরা আকাশ,
সেই আকাশে চাঁদ পাইলাম না।
আমি তোমারে আর পাইলাম না।
মন থেইকা তোমারে চাইলাম
অনেক গভীর ভাবে চাইলাম তুমি আমার হও,
কিন্তু তুমি আমার হইলানা।
তাইলে লোকে কেন মিছা কয়
মন থেইকা চাইলে সব পাওয়া যায়!
কই? অমিতো তোমারে পাইলাম না !!

