আগুন পেলে গো
আগুন পেলে গো


এই তো মনের অন্তঃপুরে
বেলাশেষের হাতছানি ,
লালের চোখে চোখমেলানো
কীসের যেন চোখরাঙানি ?
প্রমাণ হবে জীবন এখন সস্তা কিছু পণ্য ,
আমি তুমি শমনখাতায় একইভাবে গণ্য ;
দিনের হাসি শুকিয়ে গেলো ,
নশ্বরে যেন আগুন পেলে গো ।
আলতো হলো বাঁচার দড়ি
নশ্বরে যেন আগুন পেলে গো ।
হিসেব আর বেহিসেবে গুলিয়ে গেছে এই সময় ,
শান্তি খোঁজা বড় মানুষ তাকেও গিলছে অসময় ;
তুফান যেন কুড়ছে মাথা হারিয়ে গেলে গো -
দিনের হাসি শুকিয়ে গেলো ,
নশ্বরে যেন আগুন পেলে গো ।
আলতো হলো বাঁচার দড়ি
নশ্বরে যেন আগুন পেলে গো ।
ধুঁকছে যেন কলজেপুরের দোহারা ওই প্রাণটুকু ,
সুখের খবর আনতে গিয়ে অসুখ এলো এইটুকু ;
ঘোরেতে আর চোখ খোলে না , আলো জ্বাললে গো ?
দিনের হাসি শুকিয়ে গেলো ,
নশ্বরে যেন আগুন পেলে গো ।
আলতো হলো বাঁচার দড়ি
নশ্বরে যেন আগুন পেলে গো ।