আগমনী
আগমনী


এ কেমন আগমন মা তোমার,
মৃত্যুর স্তব্ধতা চারিদিকে...
জন্ম নিতে চলা গর্ভস্থ শিশুও বুঝি,
মৃত্যুভয়ে কাঁদে...
তর্পণে আজ উঠে আসে মা গো,
বুকফাটা হাহাকার,
আড়ম্বরের সময় না আজ,
মলিন বসন,সাজ...
শোকের আবহ বিশ্বজুড়ে,
আগমনী আজ ফিকে...
নিরাশায় দেখো ডুবছে মানুষ,
দীর্ঘশ্বাস বুকে...
অতন্দ্র চোখে,কেউ বা শোনে,
মৃত্যুর পদধ্বনি,
আড়ম্বরের সীমা পেরিয়ে আজি,
আটপৌড়ে আগমনী...
আসবেই যদি মা গো আবার,
এই ধরারই ব
ুকে,
রুদ্ধ কোরো মৃত্যুমিছিল,
শান্তি দিও শোকে...
ক্ষুধাতর শিশু লুটায় দেখো,
তপ্ত ভূমিতলে,
জীর্ণ বসনে,মা তাঁর চেয়ে,
শূণ্য দৃষ্টি মেলে...
কাজ খুইয়ে কত শ্রমিক,দেখো মা,
ফিরেছে বাড়ির পথে,
দিয়েছে জীবন, পারেনি উঠতে,
জীবনযুদ্ধ রথে...
নিরাশার ভারে ধুঁকছে জীবন,
অশনিসংকেতে,
আত্মহত্যা করছে কত,
যুঝতে না পেরে শোকে...
শারদীয়া ওদের,বাহুল্য ছাড়া,
আর যে কিছুই নয়,
পারো না ওদের আগলাতে মা গো,
দিয়ে বুকে বরাভয়?..