আগমনী
আগমনী
বর্ষার বারিধারায় ধরিত্রীর ধুলো ধুয়ে
ঝকঝকে পরিবেশ,
আকাশে-বাতাসে লেগেছে শরতের আবেশ।
শরতের আগমনে চারিদিক সাজো সাজো রব,
মনেতে সবার আজ পূজো পূজো ভাব।
শরতের স্বচ্ছ সুনীল আকাশে
ধবধবে সাদা মেঘ যাচ্ছে ভেসে-
মনে হয় ময়ূরপঙ্খীতে চড়ে
কোনো সওদাগর চলেছে দূর দেশে।
কাশফুল করছে অভিবাদন
হবে যে মায়ের আগমন,
শিউলির সৌরভে মাতোয়ারা
অলিরা হয়েছে আত্মহারা।
বেলি,জুঁই হাসনাহেনা ফুলের সুবাস
দিচ্ছে শরতের আগমনের আভাস
রাতের তারারা যেন বলছে মিটিমিটি হেসে-
শিশিরবিন্দু হয়ে তারা পড়ে আছে ঘাসে।
দীঘি ভরা স্ফটিক শীতল জল
ফুটে আছে হাজার শাপলা-কমল,
ধানের খেতে যেন আজ বিছানো সবুজ শামিয়ানা,
ঝিরিঝিরি বাতাসে দুলছে বাবুইয়ের আশিয়ানা।
নীলকন্ঠ এনেছে বার্তা বয়ে,
স্নিগ্ধ সমীরণও দিল জানিয়ে-
মা আসছেন নৌকায় চড়ে
সব দু:খ কষ্ট যাবে দূরে।
