আগামীর অপেক্ষায়
আগামীর অপেক্ষায়
শরীরী জল স্বপ্ন আর অপূর্ন চাঁদের লজ্জার ধারা
সাগরের নেশায় দুলছে , ফুলছে উঠছে মাতাল পারা
আছড়ে ফেলি সব যন্ত্রনা , ঢেউ হয়ে যাই হঠাৎই
জীর্ণ বছর শেষ হয়ে আসছে আর তো কয়েকটা দিন
কত নক্ষত্রের পতন , কত হারাবার গল্প
মৃতদেহের পাহাড় কেটে এগিয়ে যাচ্ছি
সঙ্গে মারণ ভাইরাস , প্রিয় মানুষেরা চলে যাচ্ছে অসীমে
রণক্লান্ত মাঝি ওই ডোমটাও যাকে পুড়িয়ে ফেলতে হচ্ছে
একের পর এক শব , চামড়া পোড়ার গন্ধে বাতাস ভারী
আগামীকাল আসবে আবার নতুন একটা বছর
বাজিয়ে পয়মন্ত শঙ্খের ধ্বনি ডেকে নেব তাকে
ঘুচে যাক সব অশুভ শক্তির মরণ ফাঁদ
কেটে যাক অন্ধকার , আসুক নতুন ভোর
আবার সাজাবো এই পৃথিবীকে , রয়ে যাবে ভয়ার্ত স্মৃতি
সভ্যতার আলপথে হেঁটে যাবো সন্তর্পণে
পিছন ফিরে দেখবো না আর ওই কালো স্মৃতিকে
অনন্ত এক যুদ্ধ , সন্ধি আর বিপর্যয় সব শেষ হয়ে যাবেই ।
