আবার না হয় আসবো ফিরে
আবার না হয় আসবো ফিরে


যেদিন তুমি আমাকে মেঘ ভেবে ছুঁয়েছিলে,
আর আমি বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দিয়েছিলাম,
সেদিন ভাবিনি কোনো শ্রাবণের সন্ধ্যায়
আমাকে একা বসে তোমার কথা ভাবতে হবে।
তবে জানো, এখন ভাবি এই বেশ হয়েছে।
হয়তো মিলন হলেই মৃত্যু হতো প্রেমের,
বিচ্ছেদে, তোমার সাথে কাটানো অনাবিল সুখের
মুহুর্তগুলিকে ভালোবেসে, বেশ একা আছি।
আজ আঠারো আর একুশে থেমে নেই আমরা।
এগিয়েছে জীবন, পেরিয়েছি পথ
মাঝে মাঝে ইচ্ছা হয়, যদি একবার মুখোমুখি আসি আমরা।
কিন্তু ভাবি তুমি কি আর মেঘ ভেবে আমায় ছোঁবে?আমিও যদি আর বৃষ্টি হতে পারবোনা জানি।
তবুও সাধ হয়, ইচ্ছা করে, যে পাহাড়ের বুক কোনোদিন ঝর্ণা স্পর্শ করেনি,
সেখানে তোমার হাত ধরে বেড়িয়ে আসি।
কিন্তু আর কি তা হয়?
তাই কিছু না পাওয়া থাক না এই জন্মে।
পরজন্মে আবার নতুন হয়ে ফিরে আসবো তোমার কাছে,
তুমি সেদিন নীল আকাশ হবে,
আর আমি হবো সোনালী রোদ।