অ বলা
অ বলা
মানবজাতির মধ্যে নাকি অবলা, ভীরু নারী জাতি,
ইতিহাস খুঁজে খুঁজে দেখেছি করে আঁতিপাতি।
কেন কাটা পড়েছিলো জিভ ঐ শিক্ষিতা খণা'র?
মহান জনেরা চুপ, সকলেই রয়েছেন নিরুত্তর!
তাই তো নারীরা এতদিন ধরে হয়েছিলো নির্বাক,
শত অত্যাচার সহ্য করেছে, পেটায়নি দুন্দুভিঢাক।
আজ যদি নারীরা চায় আলোতে এগিয়ে আসতে,
পারবে কি তারা মানবের পাশে এক আসনে বসতে?
একটা সময়ে ছিল নারীদের শিক্ষার অগ্রাঅধিকার,
নাম শোনা যায় গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রার।
ধীরে ধীরে তাঁরা হারিয়ে যান গভীরে ঐ কালের,
ভারতবর্ষ হয় নানা জাতির আক্রমণের শিকার।
নারীও হারায় আত্মসম্মান সাথে অন্য সকলের,
কিন্তু কিছু নারী আজও রয়েছে স্মৃতিতে মানুষের।
কৃষিবিদ্যা ও আরও অনেক কিছুতে আমাদের খণা,
ছিলেন শ্রেষ্ঠা, নারী জাতির গর্ব এক বীরাঙ্গনা।
করেননি নিশ্চয়ই কারো কাছে নতি স্বীকার,
মাথা নত করে মেনে নেননি হয়তো কোনো অন্যায়।
তাই হয়তো তাকে সইতে হয়েছিলো অত্যাচার,
কথাটা জেনেও কি করে থাকতে পারি নির্বিকার!
