১২৩
১২৩


১
অসুস্থ শুয়ে আছে চিকিৎসার আশায় ,
কিন্তু ডাক্তার খরচা কুলোবে কি পয়সায় ?
কেউ কি আসবে ,
করতে সেবা !
সে ভাবা
বড়ো বোকামির কাজ ,
তবু লোকেরা নিরাশে নারাজ ।
কোত্থেকে দেবতার পুত্র এলেন ,
চাষার ছেলেটারে চিকিৎসা করলেন ।
যক্ষ্মা নাকি শুরুর দিকের ,
সম্ভাবনা আছে ঠিকের ;
১ টি টাকা নিয়ে লিখলেন দাওয়াই ,
একি দেখে রোগী ?
এ তো যায় না ভাবাই !
ডাক্তার নিয়ে সাথে ডায়ালিসিসের যন্ত্র ,
নিজে চরম অসুস্থ ,
১ টি টাকায় তবুও কী করে ... ?
তিনি কি জানেন নতুন মন্ত্র ?
২
জনবর্জিত এলাকা কোনো ,
জঞ্জাল প্রচুর জমেছিলো হয়তো ?
সব খালি করে ,
পরিষ্কার করে
একজন সাধারণ মানুষ পুঁতলেন সবুজ ,
সবাই তো প্রকৃতির মর্ম বুঝতে অবুঝ ।
পুরো এলাকা হলো জঙ্গল ধীরে ,
এলো কত প্রাণী ,
তা কি আমরা জানি
যে কীভাবে এলো তারা সবুজের ভিড়ে ?
হঠাৎ ফিরে পেলো নতুন বনানী ,
ওই ব্যক্তিকে রাখি সদা শীর্ষস্থানী ।
৩
পথে পথে ঘুরে ,
এদিক ওদিক ফিরে
হাত পেতে লোকের তরে
কিছু পয়সা পেতো তারপরে ।
ওই তো কটা ভিক্ষের টাকা ,
নিজের জন্য ,
সংসারের জন্য
তুলে তুলে রাখা ...
তবে কীভাবে হলো সম্ভব
একটা আস্ত স্কুল বানানো ?
সেই কথা বিশ্বকে জানানো ।
মনে বিশাল আশা ,
উচ্চ অভিলাষা ,
তাই এই চিন্তার উদ্ভব ,
এভাবেই অসাধ্য সাধন সম্ভব ।