STORYMIRROR

Kanij Fatema

Abstract Tragedy Classics

4  

Kanij Fatema

Abstract Tragedy Classics

এক মেঘদুপুরের গল্পকথা

এক মেঘদুপুরের গল্পকথা

1 min
236

এক মেঘঢাকা দুপুরের ছবি আঁকি কল্পনাতে,

রং তুলে দিই তাতে মনের আল্পনাতে। 

একলা দুপুর গুলোতে, 

ইচ্ছে হয় ভীষণ–তোমায় কাছে পেতে।

স্মৃতির পাতায় ভাসে–রঙমাখা এক অলস দুপুর, 

শ্যাওলা দীঘির ঘাটে বাজায় কে যে সুর, 

ষোড়শী এক এলোকেশী গাইছে সেথায় গান 

দু'চোখ জোড়ার অসীম মায়ায় জড়িয়ে মোর প্রাণ।

একগুচ্ছ কদম হাতে বলেছিলাম–ভালোবাসি

বৃষ্টিস্নাত মধ্যাহ্নে দেখি প্রথম–ভুবন ভুলানো হাসি, 

এরপর কত কথা, কত গল্প আর বেদনাবিধুর স্মৃতি 

দু'চোখে স্বপ্ন আঁকার নেই বিরতি।

হঠাৎ চলে গেলে আমায় ফেলে তারাদের দেশে

তব সব স্মৃতি, কল্পনাকে যাব ভালোবেসে।

যতবার আসবে এমন অলস দুপুর—

তোমার আমার ভালবাসায় তুলব সুর

চলে গেছ তুমি,থাকো বহুদূর 

আমার স্বপ্ন আজও তোমার খোঁজে দেয় পাড়ি সাগর সুমুদ্দুর। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract