জাদু
জাদু
মাগো তোমার হাতের জাদু পরশে
আমাদের জীবন ভরে যে হরষে
চাঁদের জোছনার জাদুর ছোঁয়ায়
প্রকৃতির সবকিছু অপূর্ব দেখায়
সূর্যোদয় সূর্যাস্তের জাদুর মায়ায়
আকাশে অদ্ভুত রং খেলে যায়
মিঠা মিঠা জাদুর কথার কবলে
কতই না চঞ্চকতা চলে ছলে
চোখের জাদুতে লোক মন হারায়
কালো কুন্তলে প্রেম গো ভরে নায়
হাসির জাদুতে হৃদয় যে টানে
গানের জাদুতে মন নেয় কিনে
ফুলের জাদু মাখা মিষ্টি সৌরভে
মৌমাছির জীবন ভরে গৌরবে
আকাশে ওই যে রামধনু আঁকা
বিচিত্রবর্ণে সে যে জাদু মাখা
বসন্তের জাদুর ছোঁয়ার প্রভাবে
পৃথিবী ভরে গো নানা বৈভবে ।।
