STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

সবুজের প্রয়োজনে

সবুজের প্রয়োজনে

1 min
198


উন্নয়নের স্বার্থে মেতে বিপন্ন পরিবেশ,

বেড়েছে আগ্রাসন;

বাসোপযোগী জমির বড্ডো প্রয়োজন।

অকারণে বনানী নিধন।

অপরিমিত জনস্রোতের ঢেউয়ের ইচ্ছায়,

সংকুচিত প্রাণী জগতের বদ্ধ বিচরণ।

গাছ কেটে মোরা ইটের পাঁজর গড়ি,

শিল্পায়নের নামে বাতাস দূষণ করি।

ফসলের তাগিদে প্রয়োজন কৃষিজমি।

বর্ধিত জনসংখ্যায় চাহিদা অফুরান,

তাল মিলিয়ে চলে ফলন বাড়ানো অভিযান।

রাসায়নিক সারের অপার কৃপায়

নিম্নমুখী ফসলের গুণগত মান।

জলজ প্রাণীর অস্তিত্ব ম্রিয়মান।

জ্বালানি কাঠের প্রয়োজনে গাছের গায়ে কোপ,

মহীরুহের পতন। সংকটে বনাঞ্চল, ঝাড়, ঝোপ। 

কমছে জীবনদায়ী অক্সিজেন।

প্রশ্বাসে দূষিত হাওয়া, বাতাসে বিষ।

সভ্যতা ধ্বংসের মুখে এগিয়ে চলে অহর্নিশ।

পৃথিবীর মুখে ফোটাতে হাসি সবুজায়নের টানে,

স্থল, জল, জঙ্গল, হাওয়ার ভারসাম্য মেনে;

হাতে হাত ধরি চলো এগিয়ে যাই,

নিদেনপক্ষে প্রত্যেকে একটা গাছ লাগাই।


Rate this content
Log in

Similar bengali poem from Classics