সাথে থাকো
সাথে থাকো
আমি যেমন তেমন কেনো তুমি নও,
আমার খেলা ঘরের পুতুল গুলোয় এখনও
তোমার গন্ধ, সেই রান্না বাটি খেলায় তোমার গালে সপাটে চড়, সেটা আবার মায়ের হতে ফিরে পাওয়া, এখনও মনে আছে আমার,তোমার কেনো নেই।
আমি যেমন তেমন কেনো তুমি নও
বড়ো হয়ে একই কলেজে ,
তোমার সাথে কফি, রাস্তাতে ছিঁড়লে চটি
তোমার বকুনি, এসব চেষ্টা করেও ভুলতে পারি নি।
আমার সবই টাটকা স্মৃতি,
তোমার মনে কেনো ধূসর।
আমি যেমন, তেমন কেনো নও তুমি।
এখন যখন শেষের বেলা, শুধুই রাতের আঁধার
হাঁটতে থাকো স্মৃতির সাথে,
আমার মতো সেই দিনগুলোতে।
দেখো খুঁজে পাবে সেই সোনালী দিন
আমি যেমন , তেমন থাকো..
