প্রবাসী
প্রবাসী
প্রবাসীদের দুঃখ দেখে দুঃখ লাগে মনে,
বিশ্বের নানা প্রান্তে তারা শ্রম দিচ্ছে ক্ষণে ক্ষণে।
তপ্তরোদে ঘামছে তারা ভিচ্ছে ঘামে দেহ,
বৃষ্টি রোদে কষ্ট পাচ্ছে তারা যেন দেখার নাই কেহ।
কাছের মানুষ রেখে দূরে দেশটা তারা গড়ে,
প্রবাসের ওই দিকে দিকে শ্রম দিয়ে যায় মরে।
কষ্টগুলো সব তো তাদের সবার কাছে বলতে পারে না,
বুক ফাটে তো মুখ ফাটে না ওদের দুঃখ অনেকে বোঝে না।
পরিবার ও দেশকে তারা হাসিখুশি রাখতে কাজ করে,
দেশের সুসময় ও দুঃসময়ে জীবন গেলেও নাহি সরে।
প্রবাসীরা বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বলো,
প্রবাসীর জন্য কাজ করি সবে এখন চলো।
প্রবাসী খাতায় নাম লেখালে দুঃখ পেতে হয়,
প্রবাস থেকে কতই না যাতনা ওরা সয়।
হও আগুয়ান বীর প্রবাসী কিসের তোমার ভয়,
প্রবাসীরাই দেশকে এগিয়ে নিবে ছিনিয়ে আনবে জয়।
