শিক্ষাগুরুর মর্যাদা
শিক্ষাগুরুর মর্যাদা
প্রথম শিক্ষা দিয়েছিলেন মোর শিক্ষা গুরু,
শিক্ষাগুরুর শিক্ষা নিয়েই জীবন যে মোর শুরু।
শিক্ষা গুরু ভালোবেসে দিতেন মোরে দীক্ষা,
শিক্ষাগুরু সোহাগ শাসন দিয়ে
মোরে দিতেন শিক্ষা ।
শিক্ষাগুরু ভালো পথে পথ দেখাতেন মোরে,
ভুল পথেতে গেলে মোরে শিক্ষাগুরু ধমক দিতেন জোরে।
সন্তানেরই মতন করে বাসতেন তিনি ভালো,
তিলে তিলে গড়ছেন তিনি দিয়েছেন শিক্ষার আলো ।
শিক্ষাগুরু কাঁদতেন মোর ব্যর্থতা দুঃখে ,
শিক্ষাগুরু হাসতেন মোর সাফল্য সুখে।
শিক্ষাগুরু কি যে আশীষ দিয়েছিলেন মোরে,
জীবন পথে চলছি আজও সেই আশিষের জোরে।
শিক্ষাগুরুর তুলনা যে এই ভবেতে নাই,
শিক্ষাগুরুর মর্যাদা বড় হৃদয়ে দেই ঠাঁই ।
