সূর্যদয়(প্রম্পট ২৮)
সূর্যদয়(প্রম্পট ২৮)


সবাই প্রস্তুত. শুরু হলো যাত্রা,,, । ঘড়ির কাটা যতো এগোচ্ছে, ততো কঠিন হচ্ছে যাত্রা,।সময় এগোচ্ছে, বাড়ছে ক্লান্তি, ক্ষুধা, যন্ত্রনা । কমছে সংখ্যা, ট্রেন, কখনো বাস, আবার কখনো দুর্গম পথ কাকে কাকে দায়ী করবে?
এগিয়ে চলছে ওরা, পেছনে রয়ে যাচ্ছে অনেক মূল্যবান মুহূর্ত!
এগিয়ে চলছে ওরা, নতুন ভোরের আশায়, যেখানে থাকবে না কোনো অভাব, থাকবে নিরাপত্তা, হেটে
চলছে হাজার হাজার মাইল, সময়, মাইলের হিসেব ওরা রাখেনি, নতুন সূর্যদয় , কোথায়? কতদূর?