STORYMIRROR

Bandana Patra

Abstract Others

3  

Bandana Patra

Abstract Others

শিরোনাম- খেলনা

শিরোনাম- খেলনা

1 min
193

বাতাসি সারাদিন কেঁদেছে,তার একটি খেলনা পুতুল চাই। তার বাবা সারাদিন পর কাজ থেকে বাড়ি ফিরল।আজ সব ফল বিক্রি হয়নি।মেয়ে জড়িয়ে ধরল তার বাবাকে।বলল,"আজ হয়নি তো কি হয়েছে বাবা?কাল সব ফল বিক্রি হলে আমাকে খেলনা এনে দেবে।আমি আর কাঁদব না।"

-পরদিন শ্যামল ফল বিক্রি করতে গেল। আর একজন ফেরিওয়ালা পুতুল বিক্রি করছিল, তার সব পুতুল বিক্রি হয়েছে,আর একটি মাত্র পড়ে আছে।শ্যামল এগিয়ে গেল তার কাছে।জিজ্ঞেস করল, "পুতুলের কিরকম দাম আছে?"ফেরিওয়ালা বলল,"আমার মেয়ের জন্য কাল আপেল নিয়ে যেতে পারিনি।ঐ আপেলের কি দাম আছে?"

শ্যামল এককেজি আপেল তাকে দিয়ে বললে,"আমাকে ঐ পুতুলটা দিন। দাম দিতে হবে না।"সে তখন পুতুল দিয়ে বলল,"এই নাও তোমার মেয়ে খেলা করবে"।শ্যামল বলল,"তুমি কি করে জানলে আমার মেয়ে আছে?"--"আসলে তোমাদের পাশের ঘরেই আমি থাকি।"


Rate this content
Log in

Similar bengali story from Abstract