STORYMIRROR

Bandana Patra

Classics

4  

Bandana Patra

Classics

শিরোনাম- গার্লফ্রেন্ড

শিরোনাম- গার্লফ্রেন্ড

1 min
241

 সন্ধ্যার সময় সুইটি তার এক হোয়াটসঅ্যাপ বন্ধুর সাথে কথা বলতে ভীষণ ব্যস্ত। বন্ধুর নাম রঙ্গনা।এই রঙ্গনার বেশ লাগল তাকে।আসলে একজন মেয়েই আর একজন মেয়েকে বোঝে।আসলে সে বান্ধবী হয়ে উঠেছিল। মনের আদান প্রদান গভীর হয়ে উঠেছে।

-এই রঙ্গনার ছেলে ক্লাস ইলেভেনে পড়ে।একমাত্র পুত্র সন্তান। তার এক নতুন বান্ধবী জুটেছে প্রায় মাস ছয়েক হবে।মা'র কাছে সব কথা না বললেও কিছু কথা বলত।তাই মা তাকে অনেক ভালো পরামর্শ দিত।

-সুইটি একদিন রঙ্গনার সাথে দেখা করতে চাইল।

 রঙ্গনার ইচ্ছেপূরণ হল।সেও দেখা করতে চাইত।

অ্যাড্রেস নিয়ে দেখল তার বন্ধুর অ্যাড্রেস এর সাথে মিলে গেল। আগ্রহ আরও বাড়ল। সুইটি এলো একদিন ঐ বাড়িতে।

রঙ্গনার কপাল উপরে উঠল। ---"আ রে এতো দেখছি ষোল সতেরো বছরের একটি যুবতী মেয়ে।"

অর্ঘ্য দ্বিতলের নীচে এসে বলল,"কে এসেছে মা---?"

মা উত্তর দিল, "আমার হবু বৌমা এসেছে।"

সুইটি বলল,"আরে,আন্টি তুমি এসব কথা বোলো না,আমি তোমাকে ফেসবুকের ছবিতে দেখে ভেবেছিলাম আমার সমবয়সী হবে।তাই হোয়াটস অ্যাপ নম্বর চেয়েছিলাম।"

-অর্ঘ্য সামনে আসতেই দুজনেই অবাক। কি বলবে তারা ভাবতে পারছিল না।মা বলল,"কি হয়েছে?তোরা দুজনেই অমন হতভম্ব হয়ে দাঁড়িয়েই রইলি কেন?"

অর্ঘ্য বলল,"মা,সুইটি আমার গার্লফ্রেন্ড। তোমার সাথে কিভাবে যোগাযোগ হল?"

মা বলল,"ও তো আমারও গার্লফ্রেন্ড। "



Rate this content
Log in

Similar bengali story from Classics