অগ্নিবধূ
অগ্নিবধূ
সরমা আজ সেজেছে লালপাড় শাড়ি আর খোঁপাতে বেলফুলের মালা দিয়ে।পুজোর ঘর থেকে বেরিয়েই বসে পড়ল চেয়্যারে।অন্য দিন এমনই সাজে রাণীর মত রান্নাঘরের কাজ সেরে আসে।আজ তাকে খুব সুন্দর লাগছিল। প্রিয়তোষ বললে,"আজকের মেনু কি?"
সরমা উত্তর দিল, "আজ সব খাবার আসবে হোম ডেলিভারি বয় এসে দিয়ে যাবে।কিছুতেই রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না।"
প্রিয়তোষ বলল,"টাকার গাছ আছে?বসে বসে আরাম করবে,খাবার চলে আসবে?"
সরমা বলল,"রোজ তো আর নয়,শুধু আজই"।
প্রিয়তোষের চোখ লাল হয়ে উঠল, "ও সব চলবে না?ভাত বসাও, আমি ডাল করে দিয়েছি..."!
সরমা উঠল না।প্রিয়তোষ গায়ে হাত তুলতে যাবে এমনি সময় সরমা একটা আগুনের বড় শলাকা বাইরে থেকে এনে নিজের দিকে ধরে বলল,"আজ আমাদের বিবাহবার্ষিকী, এই আগুনে আমার দ্বিতীয় বিবাহ হোক,যার নাম "মরণ....!"
প্রিয়তোষ নিজের ভুল বুঝতে পেরে একটা বেলফুলের মালা এনে ওর মাথায় দিল।
বধূর হাতে অগ্নিস্রোত বয়ে চলেছে শলাকা থেকে আর মাথার উপর বেলফুলের সুগন্ধ। প্রিয়তোষ তার পায়ের কাছে বসে রইল।
