শেষ ঠিকানা তুমি
শেষ ঠিকানা তুমি
একজন সাইকোলজিস্ট যার কাজকর্ম মানুষের ইমোশন নিয়ে, অন্য দিকে একজন বিশ্বাসী লজিকের স্টাটিস্টিকসে নয়তো বিজনেস কিভাবে গ্রো করবে? একজন মনে করে জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো ইমোশন, অন্যদিকে একজনের কাছে ইমোশন কে দাম দেওয়া মানে জোকস অফ লাইফ।
কি হবে যখন দুটো মানুষের জগত একটা জায়গায় গিয়ে সেম পয়েন্ট এ থামবে? দুটো মানুষের সুর মিলবে কোন একজনের জন্য! দুটো মানুষের মেলবন্ধনে কি সলিউশন বেরোবে নাকি দুজনের ইগো ওদের দূরে ঠেলে দেবে!
নাকি সবশেষে বলে উঠবে আমার শেষ ঠিকানা তুমি শেষ পর্যন্ত ওরা?
ক্রমশ!
