Manab Mondal

Classics

4  

Manab Mondal

Classics

সাউথ গরিয়া দোল বাড়ি

সাউথ গরিয়া দোল বাড়ি

2 mins
243


দোল উৎসব নিয়ে কথা বলে গিয়ে, আজ বলতে হবে দূর্গা পূজা র কথা। আজ যে জমিদার বাড়ি দোল উৎসব কথা বলবো সে পরিবারের দূর্গা পূজাতে ই লর্ড ওয়ারেন হেস্টিং সস্ত্রীক এই আসতেন প্রতিবছর পুজো দেখতে । হূ ঠিক ধরেছেন সাউথ গড়িয়ায় বন্দ্যোপাধ্যায় পরিবারের দূর্গা পূজার কথা বলছি আমি ‌। ১৬৬৫ সালে এখানেই শুরু হয় দেবী দুর্গার আবাহন। মুঘদের প্রধান খাজাঞ্চি রাজকিশোর বন্দ্যোপাধ্যায় এই জমিদারির সূচনা করেছিলেন । ষোড়শ খ্রিস্টাব্দে দক্ষিণ বারাসত থেকে সাউথ গড়িয়ার আসেন এই বন্দ্যোপাধ্যায় পরিবার এবং সাতটি পরিবার তথা সাতটি ঘর নিয়ে এই জনপদের সূচনা হয়েছিল । সাত ঘর থেকেই সাউথ গরিয়া নাম এসেছে ইংরেজদের ভুল উচ্চারণ ফলে।  

লোক মুখে শোনা যায়, এখনকার শ্রীশ্রী জনার্দন জীউ ঠাকুরকে কে উদ্ধার করা হয় , বিদ্যাধরী নদীর মজে যাওয়া অংশ একটি পুকুর থেকে থেকে। মূর্তি বহু মূল্যবান কষ্টি পাথরের হওয়ায় শুধু মাত্র দোল উৎসব এর দিন এটি দেখার সুযোগ মেলে। 

দোল উৎসব বিভিন্ন জমিদার বাড়িতে ই হয়। কিন্তু বন্দোপাধ্যায় জমিদারদের কথা একটু আলাদা , কারণ এই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন , দূর্গাদাস বন্দোপাধ্যায় মতো সংস্কৃতি প্রিয় মানুষ রা। আপনাদের জানিয়ে রাখি #বাংলারথিয়েটার জগতে দূর্গাদাস বন্দোপাধ্যায় এক বিশেষ অবদান ছিলো। তিনি নিজেও ভালো অভিনেতা ছিলেন। দোল উৎসব কেন্দ্র করে তাই চলে নানা সংস্কৃতি উৎসব। উল্লেখ্য যোগ্য বাংলা হারিয়ে যেতে বসা #ডংপুতুলনাচ আপনারা এখানে দেখতে পাবেন এখনো এই দোল উৎসবে।

ইংরাজী ১৬৬৫ সাল জমিদার শ্রীযুক্তবাবু গৌরীকান্ত বন্দ্যোপাধ্যায় ও জমিদার শ্রীযুক্তবাবু যদুনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতিষ্ঠিত ও তাঁহার পুত্র জমিদার শ্রীযুক্তবাবু পুলিন বিহারী বন্দ্যোপাধ্যায় মহাশয় পরিচালিত ও তাঁহার প্রপৌত্রদ্বয়’ শ্রীযুক্তবাবু কনক কুমার বন্দ্যোপাধ্যায়, মহাশয় পরিচালিত ‘শ্রীযুক্তবাবু শ্যামল কুমার বন্দ্যোপাধ্যায় ও শ্রীযুক্তবাবু রঞ্জন বন্দ্যোপাধ্যায় শ্রীশ্রী জনার্দন জীউ ঠাকুর ও অন্যান্য দেবদেবীর সেবাকল্পে সাউথ গরিয়া যদুনাথ বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এস্টেট ও দেবত্তর ট্রাস্ট ও তাঁহার বংশধরগণ – শ্রী ডাঃ স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী পাপিয়া বন্দ্যোপাধ্যায়, শ্রী পরমজিৎ বন্দ্যোপাধ্যায়। এই উৎসব টি এখনো সগর্বে পরিচালিত করেন প্রতিবছর।

সাউথ গরিয়া দোল বাড়ির এই দোল উৎসব যেতে হলে আপনাকে চম্পাহাটি রেলস্টেশনে নামতে হবে।


Rate this content
Log in

Similar bengali story from Classics