Debmalya Mukherjee

Tragedy

3.7  

Debmalya Mukherjee

Tragedy

রাখিবন্ধনদেবমাল্য মুখোপাধ্যায়

রাখিবন্ধনদেবমাল্য মুখোপাধ্যায়

1 min
193


আজ সুস্মিতার খুব আনন্দের দিন। দুই বছর পর সুস্মিতার একমাত্র দাদা শুভ্র ফিরছে। শুভ্র ভারতীয় সেনা বিভাগে কাজ করে। গত পরশু ফোনে দুই ভাইবোনের কথা হয়েছে। শুভ্র বলেছে যে রাখির দিন ফিরবে। তাই আজ সকাল থেকে সুস্মিতা খুব আনন্দে আছে। দাদার জন্য নিজের হাতে ভারতের পতাকার রাখি বানিয়েছে। আর শুভ্র দাদার পছন্দের ডিশ রান্না করেছে। ঠিক সকাল দশটা। একটা এম্বুলেন্স এসে দাঁড়াল সুস্মিতাদের বাড়ির সামনে। সেখান থেকে নামল সুস্মিতার হবু বর সায়ন। সায়নের সারা গায়ে রক্ত। সুস্মিতা ছুটে গিয়ে সায়ন কে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল কি হয়েছে সায়ন দাদা কোথায়? আর তোমরা এম্বুলেন্স এ করে কেন এলে। সায়ন বলল, একটা খারাপ খবর আছে সুমি। যদিও এই খবরটা আমি কি ভাবে দেব তোমাদের বুঝতে পারছি না। কিন্তু তবুও শুনতে হবে তোমাদের । সুমি বলল, সায়ন দাদা কোথায় সেটা বলো না। সায়ন কাঁদতে কাঁদতে বলল সুমি শুভ্র আর আমাদের মধ্যে নেই। গত পরশু সীমান্তের লড়াইয়ে শুভ্র প্রাণ হারিয়েছে। সব শুনে সুমি ছুটে গিয়ে এম্বুলেন্স এর পেছনের দরজা খুলল, খুলে দেখে সেখানে শুভ্রর মৃতদেহ শোয়ানো আছে। গায়ে ভারতের পতাকা। ঠিক সেইসময় দূরে কোথাও বেজে উঠল। 


মেরে দুশমন মেরে ভাই।



Rate this content
Log in

Similar bengali story from Tragedy