প্রতিভার আড়ালে
প্রতিভার আড়ালে


অনিকেত ঘোষ। রায়গঞ্জ কলেজে প্রথম বর্ষের ছাত্র। যতই আইন হোক, সিনিয়রদের কাছে জুনিয়ারদের র্যাগিংএ অন্যদের মত অনিকেতও বাদ যায়নি। যদিও বড়সড় কিছু নয়, মেয়েকে প্রপোজ করা টাকাতে জিনিস খাওয়া এইসব। কয়েকদিন পর এক সিনিয়র দাদা অনিকেতকে ডেকে অন্য ধরনের র্যাগিংএর কথা ভেবে বলে,- আজ আমার সঙ্গে ব্যাটমিন্টন খেলবি। তুই হারলে তোর বাড়িতে নিয়ে গিয়ে আমাদের পঞ্চাশ জন সিনিয়রদের খাওয়াতে হবে খাসির মাংস, বিরিয়ানি। অনিচ্ছা সত্বেও খেলার মাঠে নামে এবং যথারীতি হেরে যায় অনিকেত। দাদারা বেজায় খুশি হয়েছে একজনকে মুরগি করতে পেরে।
যথারীতি রবিবার তারা বাড়িতে গিয়ে ওঠে। কয়েকজনের চোখ পড়ে যায় ঘরের কোণের আলমারির দিকে। অবাক হয়ে সবাই তাকিয়ে দেখে আলমারির তিনটে তাক ভর্তি ব্যাটমিন্টন ট্রফি এবং প্রত্যেকটাতে খোদাই করে লেখা,- " চ্যাম্পিয়ন অনিকেত ঘোষ"। তাদের সবাইকে অপ্রস্তুত করে অনিকেত এসে বলে,' হেরে গিয়েও জেতার আনন্দটাই আলাদা তাইনা '।
সিনিয়র দাদারা হয়তো খেতে খেতে ভাবতে থাকে, ইচ্ছে করে হেরে গিয়ে নিজের প্রতিভাকে মনের আড়ালে লুকিয়ে রেখে হৃদয় জিতে নিলো ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন অনিকেত ঘোষ।