মেঘে ঢাকা
মেঘে ঢাকা
ঋষভের জীবনে সুনেত্রার গভীরতা আরও বৃদ্ধি পায় ডাক্তারি পড়ার সময়। ঋষভ এগিয়ে চলার অনুপ্রেরণায় খুঁজে পায় পরশমণি।
সত্যি কি আমরা স্বার্থপর এই জীবনের রঙ্গমঞ্চে?
আমরাও তো পারি আবেগঘন জীবনে, চাওয়া পাওয়াকে মূল্য দিতে;
বেরঙিন জীবনে ভালোবাসার রং মিশিয়ে আবেগকে বাঁচিয়ে রাখতে;
যাতে নষ্ট না হয়ে যায় ভালোবাসার রঙে ভরা ত্যাগ করার অনুপ্রেরণা
তবেই আমরা নব প্রজন্মকে উপহার দিতে পারব বাসযোগ্য সমাজ।