কবিতা কুটির
কবিতা কুটির


মোবাইলের রিংটোনের শব্দে ঘুমটা ভাঙল তনুজার। রাত্রি তিনটে পনেরোয় চৈতির ফোন! ঘুমচোখে রিসিভ করল, "কী রে! এত রাতে ফোন কেন?" বিপরীতে ভেসে আসা কথাগুলো শুনে মুহূর্তের জন্য ওর পায়ের তলার মাটিটা যেন সরে গেল! অস্ফুটে নিজের অজান্তেই চিৎকার করে উঠলো তনুজা। কি করবে ভেবে পাচ্ছে না সেই মুহূর্তে।