ফালতু
ফালতু
ফালতু
( প্রাপ্ত ব্যস্কদের জন্য )
কালামে - কৃষ্ণ ব্যানার্জী
ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা । অনিরুদ্ধ টেবিলে মদ আর চিকেন নিয়ে বেশ জমিয়ে বেসেছে । এমন সময় তার রুম্মেট দেবাঞ্জনা আসে হাজির । কিরে বানচোদ আজ সকাল সকাল বসে পড়েছিস দেখছি । অনিরুদ্ধ বলে বাড়া বেশি দাঁতারামি না মেরে বল যদি গিলিস তাহলে তরজান্না বানাবো । আমাকে চেংটা করতে দিবিতো । আরে বাল কি চেঞ্জ কোরবি ঐ উপরের খোলসটা ভিতরে জা আছে তাতো আর বদলাবেনা , উপরের বাতাবি আর কামলা হবেনা আর …….। দেবাঞ্জনা থামিয়ে বলে তোর মুখটা খুব খারাপ হয়ে যাচ্ছে । অনিরুদ্ধ বলে সরি বোধহয় একটু বেশি বলে ফেলেছি আসলে কি জানিস মাঝে মাঝে নিজেকে প্রচন্ড গালি দিতে ইচ্ছে করে । এখানে বস পরে চেঞ্জ কোরবি । দেবাঞ্জনা সোফাতে বসে পরে বলে তোর কি হয়েছে বলতো । অনিরুদ্ধ বলতে শুরু করে বলের রাজ্যে পড়াশুনা করে কোন বালটা ছিঁড়লাম । ব্যাপার কারী কারী টাকা নাস্ত করে হায়ার স্টাডি নিয়ে কম্পিটেটিভ পারখাতে বসলাম বছরের পর বছর । কোনোবার প্যানেল আলো কিন্তু নাম আলোনা আবার কিছু পরীক্ষার রেজাল্ট আলোয় না আর এখন আমি কি করছি কিছু ছেলেমেয়েকে টিচিং করছি , তারা পড়তে আসছে বাপমায়ের টাকা ধংস করছে । আমিতো জানি একটা ছেলে মেয়েও একগাছা বাল ছিড়তে পারবেনা । তবুও আমাকে পড়াতেই হবে নইলে বাড়া পেট চলবেনা মালের খরচা উঠবেনা । সালা ঐ নেতাগুলোর সাথে আমার কি পার্থক্য রইলো বল । সালা সুয়ারের বেচারা তাকানিয়ে আশিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দিছে আর শিক্ষিতো ছেলেমেয়েগুলো বছরের পর বছর ব্যাপার টাকা ধংস করে ফুটপাথে বসে আন্দলন করবে চাকরি চাই , চাকরি চাই । মিডিয়া দুচারদিন তাদের পাশে আসে দাঁড়াবে তারপর তারাও থেমে যাবে । দুএকটা মন্ত্রী আসে সহানুভূতি দেখিয়ে নিজেদের টিয়ারপি বাড়িয়ে চলে যাবে আর অসহায় ছেলে মেয়ে গুলো ঐ ফুটপাথেই পরে থাকবে বছরের পর বছর । আর আমার মতো কিছু গান্ডুমসড়কা শিক্ষিত প্রাইভেট দিয়ে প্রতি মাসে ওদের লুটবে । কলেজ লুটবে আমরা লুটবো সরকার লুটবে , সকালে শুধু লুটবে কেউ কিছুই দেবেনা একের পর এক ব্যাচ আসবে চলে যাবে আমরা সকলে শুধু লুটে যাবো চাকরি কেউ পাবেনা । সব চাকরি বিক্রি হয়ে যাবে মোটা টাকার বিনিময় । কিরে একপেগ নিবি নাকি ? দেবাঞ্জনা বলে বানাবি দে একটা পেগ । অনিরুদ্ধ পেগ বানাতে বানাতে বলে তোকে একটা কথা বলবো ? দেবঙ্গনা বলে বল । তোর একতারাত আমাকে দিবি ? দেবাঞ্জনা বলে তোর নেশা হয়ে গিয়েছে আমি রুমে যাচ্ছি । দেবাঞ্জন বলে আমি জানতাম তুই এটাই বলবি আমার কোনো নেশা হয়নি । আমরা হচ্ছি ফালতু এখন যদি ঐ সত্তার বছরের মন্ত্রীটা ফোন করে তুই সেজে গুজ ছুটবি । বাল সবটাই ক্ষমতার লড়াই বন্ধু , ঐ বুড়োটার বিছানা রাতের পর রাত গরম করলে মোটা টাকা মিলবে আবার ক্ষমতার জন্য কেউ কিছু বলতেও পারবেনা । আই রাজ্যে সব বিক্রি হয় সব । দেবাঞ্জনা বলে আমি কি করবো বল ? তুইতো জানিস কাজের অবস্থা তালানিতে গিয়ে থেকেছে । সালা ডাইরেক্টর রা আমাদের ভিখারি ভাবে আর ওদেরিবা দোষ কোথায় , বাজারে টাকা নেই যেটুকু পাচ্ছে সেটুকু দিয়েই কজ করতে চাইছে । একদিকে স্ট্যাটাস অপরদিকে পরিবারের খরচ । কোথায় পাবো এতটাকা তাই নিজেকে বেঁচতে হচ্ছে , কোনো উপায় নেইয়া । অনিরুদ্ধ । পেগটা এগিয়ে দিয়ে বলে নে গিলে ফেল । ভয় নেই আমরা হয়তো ফালতু কিন্তু কারো দুর্বলতার সুযোগ আমরা নেয়না কারণ পেটেজে কালীর দাগ রয়েছে । একটা সময় আসছে দেবাঞ্জনা সেদিন আই লুটপাট শেষ হয়ে যাবে । মানুষ তোদের বিরুদ্ধে জেহাত ঘোষণা করবে তখন কি কোরবি ? আই মিথ্যে অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবিতো ? দেবাঞ্জনা পেগটা গলায় ঢেলে বলে হয়তো পারবোনা । হয়তো সবটাই হারিয়ে যাবে জানিনা অন্তিম পরিণতি কোথায় নিয়েগিয়ে দার করাবে । অনিরুদ্ধ বলে একটা কথা বলবো ? দেবাঞ্জনা বলে বল । এখনো সময় আছে বেরিয়ে আই । দেবাঞ্জনা বলে উপায় নেই এমনিতেও মরতে হবে অমনিতেও মরতে হবে পাকে নবা সহজ কিন্তু সেখানথেকে উঠে আসা কঠিন ।আমিযে পাকের মধ্যে থাকা চোরাবালিতে অনেকটা ঢুকে গিয়েছি ।
অনিরুদ্ধ একটা গালি দিয়ে বলে বাড়া তাহলে হাজার হাজার অসহায় মানুষের অভিশাপ করা আর অপেক্ষা করতে থাক সেই সময়ের জন্য , যখন তোর আগে , পিছে , উপর , নিচে কোথাও কেউ থাকবেনা । মান , সন্মান ,অর্থ কিছুই থাকবেনা । তখন দরকার হলে ডাকিস আই ফালতু ছেলেটা আসবে হয়তো কিছুই করতে পারবোনা সেদিন তোর জন্য , তবে কথা দিলাম পাশে থাকবো।
অনিরুদ্ধ আরো একটা পেগ বানিয়ে দেয় দেবাঞ্জনাকে , নিজে একটা পেগ গলায় ঢেলে বলে জানিস এটা আমি বিস হিসাবে খাই । আমি টিউশন দিছি তার বিনিময় টাকা নিচ্ছি তবুও আমার কোথায় জেনো মনেহয় আমি প্রতারানা করছি ওদের সাথে , আর সেই পাপ খানদানের জন্য আই বিস আমি গিলছি আর ভগবানকে বলছি এমন পেপার টাকা জেনো বেশিদিন খেতে না হয় আর ঐ সুয়ারের বাঁচারারা আমাদের জীবনটাকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিলাম করে যাচ্ছে দিনের পার দিন । কেউ বাঁচবেনা অপরাধ একদিন সামনে আসবেই । যদি আইন শাস্তি দিতে না পারে জনগণ ওদের শাস্তি দেবে , সেদিন বেশি দেরি নেই । পালিয়ে বাঁচতে পারবেনা কেউ । জা তুই নিজের রুমে জা আমি তোকে মজাকরে রাতের কথাটা বলেছিলাম কিছু মনে করিসনা আমি ফালতু তবে যদি তরকাছথেকে রাত নিতে হতো তারজন্য প্রমিশন আমার নিতে হতোনা , কারণ তোরতো লুকাবার আর কিছুই নেই । নিজেকে নিলাম করে দিয়েছিস অনেক আগেই । তবে একটা সত্যি কথা শুনেজা বাড়া আই ফালতু ছেলেটা তোকে মনথেকে ভালোবেসেছিলো , নিজেকে বেচার আগে একবারও জানতে চাইলিনা অনিরুদ্ধ আমিকি এটা করবো ? হয়তো স্ট্যাটাস দিতে পারতামনা তবে সন্মান দিতাম ।
সামাপ্ত
