নারী শক্তি
নারী শক্তি
"দিয়েছি আজ শালীকে ভালো করে রগড়ে ", টাইটা ঠিক করতে করতে ভাবে অগ্নিশ।
নেহাকে প্রায় মাস তিনেক ধরে টার্গেট করছে অগ্নিশ। অফিসে হাই র্যাঙ্কে আছে বলেই হয়তো, জুনিয়ররা খুব একটা নখরা করতে সাহস পায় না। অগ্নিশ অবশ্য বেইমান নয়। ওকে খুশি করে দিলে ও-ঐ তাঁকে দেখে, ওপর তলায় সুপারিশ করে। কিন্তু এ নেহা বহুত টেঁটিয়া আছে। অগ্নিশ হেল্পলেস। বসকে কালই রিপোর্ট করেছে নেহার নামে, কাজে নেগলিজেন্সির। কিছু করার নেই। টোপ যখন গিলল না। আজ অফিস এসেছে নেহা দু'দিন ডুব দিয়ে - - নির্ঘাত বস ডেকেছে টার্মিনেশন লেটার দেবে বলে। হাহ, তার আগে অগ্নিশ কেবিনে ডেকে একটু রগড়ে দিয়েছে আজ।
ইন্টারকমে বস দেখা করতে বললেন।
অগ্নিশ জানে, নেহার ব্যাপারেই এই ডেকে পাঠানো। আহ, আব আয়েগা মজা।
"মে আই কাম ইন স্যার?", জিজ্ঞেস করতে করতে অগ্নিশ আর চোখে দেখে নিল নেহা ভেতরে।
"ইয়েস, কাম ইন অ্যান্ড বি সিটেড।", বস বললেন।
"অ্যান্ড টেক ইয়োর টার্মিনেশন লেটার।", বললেন আরও।
অগ্নিশের দিকে এগিয়ে দিচ্ছেন কেন চিঠিটা..!
"স্যার...", আমতা আমতা করে অগ্নিশ।
"লিসেন পুয়োর ফেলো, দিস লেডি হ্যাভ সিবমিটেড আ ভিডিও ক্লিপিং হুইচ কমপেলড আস টু টেক স্টেপস এগেইনস্ট য়্যু ফর সেক্সুয়াল অ্যাবিউজ।", বস বললেন।
অগ্নিশ আর কিছু শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না - - কখন কিভাবে এসব রেকর্ড করলো নেহা...!
চোখ ঝাপসা হয়ে আসছে অগ্নিশের । আবছা চোখ নেহার জায়গায় মা দুর্গার আদল অনুভব করে।
