Riya Singh

Crime Fantasy Thriller

4  

Riya Singh

Crime Fantasy Thriller

মায়াজাল (প্রথম পর্ব)

মায়াজাল (প্রথম পর্ব)

3 mins
297


"আগার তুম মেরি হো যাতি দুনিয়া কিতনি হাসিন হোতি।

আগার তুম ব্যস একবার কেহেতে কি তুম মেরে হো সির্ফ মেরে হো এ বাদিয়া বাগবান হোতি।

কাশ তুমেহ দিখা পাতে ইস দিল ম্যায় এক তুমি হো জিসকি তালাশ মুঝে হ্যায় ।

জিসকি খোয়াইশ অউর পানে কি চাহাত সির্ফ মুঝমে হ্যায় কিউকি তুম মেরি হো।"


- মিঠি উঠে পড়ো ।

- মম আর পাঁচ মিনিট।

- হু।

- মমমম...

- তুই তো উঠছিলিস না তাই এইভাবে ওঠাতে হলো ।

- তাই বলে ঠান্ডা জল ,উফফফ কি ঠান্ডা লাগছে।

- আর যদি তোকে ঘুমাতে দেখি । এবার খুন্তির বারি খাবি।

- আমি কাল রাতে কাজ করছিলাম কিন্তু!

- সে আমি জানি না ।

- খেতে দাও।

- ধরো।

- মম পটলের তরকারি ইয়াক...

- ওটা খাবার জিনিস সবসময় সবকিছুই এরকম করো কেন।

- তুমি তো জানো!

- আমি কি ; সবসময় তোমার মন মতো হবে সেটা আমি মেনে নেবো নাকি।

-হোয়াট হ্যাপেনড গাইস? হেই ছোটি।

- ওই এলো আরেকজন।

- মম।

- সবসময় মম মম করবি না একটু বাংলা বলতে পারিস না । এটা ঘর তোমাদের কলেজ আর জিম না , এখানে আমার কথা মতো চলবে বুঝেছো।

- আজ এতো হাইপার কেন বলতো মম ।এই ছোটি কিছু করেছিস ।

- না বাবা আমি কিছু করিনি তবে কাল রাতে জাগছিলাম এটুকুই।

- এই কি কথা হচ্ছে তোদের ।

-কই কিছু না তো।

- চুপচাপ যা হয়েছে খেয়ে উঠে যা নয়তো গরম খুন্তি টা সামনেই আছে কার গায়ে পড়বে বলতে পারছি না।

- এইতো খাচ্ছি ।এই খা তুইও।

- খাচ্ছি তো ভাইয়া।

- কৃশ কেক এর অর্ডার গুলো ম্যানেজ করে নিবি ।আর মিঠি প্রজেক্ট হয়ে গেছে তোর ?

- ইয়ে মানে একটা বাকি ।

- রোজ রোজ রাতটা জাগা ভালো নয় খেয়ে উঠে করে ঘরটা গুছিয়ে ফেলবে ।

- পাপা কোথায় ?

- কালকেই বিজনেস ট্যুরে বেরিয়ে গেছে আজ চলে আসবে হয়তো সেই জন্য অফিসে আমাকে যেতে হবে ।ঘর লকড করে রাখবে কৃশ তো থাকছেই অসুবিধা নেই যদিও বলে রাখছি।

- আমি তো আছি তুমি যাও না ছোটি ভয় পেলে আমি সামলে নেবো।

- থাক গেম খেলবে আবার বকবক করছে ।আউচ..

- বেশি বকা ভালো না ছোটদের বুঝেছিস ।

- মা দেখো না ।

- এসবে আমি নেই দুজনের ব্যাপার দুজনে মেটাও ।

- আমি বেরোচ্ছি তাহলে 

-টাটা।

- টাটা দুজনকেই ।মারপিট করবে না কেমন (মাথায় চুমু খেয়ে মিঠি আর কৃশের)


- আচ্ছা তোর মনে হচ্ছে ছোটি মম বেশিই সিরিয়াস ।

- রেগে আছে হয়তো তাই।

- মম রাগী না তুই জানিস সেটা ।

- আমি যাই ঘর গোছাতে নয়তো বকা খাবো ।

- আমার টাও দে ।

- আগে চকলেট দিতে হবে তবে।

- ভুক্কার।

- ভুক্কার কিসকো বলা !

- তুঝে বলা ভাগ ।


( দুপুরে)


- ক্রিঙ ক্রিঙ।

- হ্যালো।

- কে বেটা বলছিস !

- আপ কৌন ?

- ম্যায় তেরি মা।

- সরি রং নাম্বার।

- ম্যায়নে তো সাহি নাম্বার দাবায়া থা ।

- কে ভাইয়া!

- রং নাম্বার ।

- ওউ।

- ডোরবেল কি আওয়াজ ।কোই আয়া হে দেখ তো জারা ।

- ভাইয়া পাপা আআআ।

- প্রিন্সেস ।

- মুঝে আপসে বাত নেহি কারনি ।

- কৃশ তেরি মা ?

- অফিস গেয়ি হ্যায় কুছ কাম থা।

- মিটিং থা ।আ যায় গি।

- পানি লিজিয়ে ।

- হা দো।

- ডোরবেল বাজরা হ্যায় শায়েদ মম হোগি।

- দেখো।

- কত দেরি করছিস বলতো।

- আরেহ পাপা এসেছে ।

- এতো জলদি।

- হুঁ।

- কি গো ফোন করোনি তো!

- বসো রেস্ট করো ।কাজ মিটে গেছে চলে এলাম।

- আপসেট ? ডিল ফাইনাল হয়নি বুঝি !

- নাহ সেসব না ।কৃশ তুমি ঘরে যাও এখন।

- ওকে।

- মাম্মি ফোন করেছিল।

- এতো বছর পরে কি জন্য , আমি মরে গেছি সেটা দেখতে নাকি ওনার ছেলেকে কেড়ে নিয়েছিল সেটা বলবে বলে ।ওনাকে বলে দিও ওনার জিনিসে কোন লোভ নেই আমার না ছিল ।


" জীবনে যদি আসে মরণের ফাঁদ জেনে রেখো সেটা ষড়যন্ত্রের আড়াল ।

প্রতিটা সময় কিছু কিছু সংকেত রেখে যায় রহস্যময় মায়াজাল।"❤️


(চলবে)



Rate this content
Log in

Similar bengali story from Crime