STORYMIRROR

অদিতি সিংহ

Abstract Inspirational Others

3  

অদিতি সিংহ

Abstract Inspirational Others

হকার

হকার

1 min
388


জীবন চলে ট্রেনে-বাসে হকারি করে,

মাথার ঘাম পায়ে পড়ে অজস্র ক্লান্তির পারে।

অত্যন্ত গ্রাম থেকে আসা এইসব মানুষ জানে,

পরিশ্রম কাকে বলে ? 

শব্দটার মানে হয়তো তারাই বোঝে,

তাই দিনে-রাতে কাজ খোঁজে।

যারা দিন আনে দিন খায়...

ভোর হতেই তারা বেরিয়ে পড়ে,

রাতের আঁধার নামতেই তারা বাড়ি ফেরে।

কঠোরতার হাড়ভাঙ্গা খাটুনি...

তারা জানে পয়সার মূল্য কী?


প্রায় কয়েক মাস অন্য নেই ঘরে,

তাই ক্ষুধার জ্বালায় তারা ভিক্ষা পর্যন্ত করে।

বিশ সালে বিশ্ব বিষে পরিণত হয়েছে,

অসহায় মানুষ জন বিহরে প্রাণের বলিদান দিচ্ছে।

তাই আজও ঝুলে পড়ল জনতাপূর্ণ রেলগাড়িতে, এক সাধারন কঠোর পরিশ্রমিক হকার।


তারা কবিদের কবিতায় উঠে আসে না,

তারা অতি সাধারণ মানুষ।

টিভির পর্দায় তাকে নিয়ে শোর-গোল হবে না,

এক তারকার নিথর দেহ যখন ঝুলে থাকে,

সবাই তার জন্য হাজার দুঃখ প্রকাশ করে।

খবরের কাগজের প্রথম পাতায়, টিভির পর্দায়

প্রতিনিয়ত তাকে তুলে ধরা হয়। 

সেই তারকা মারা যাবার পরেও...

তাকে নিয়ে ঝড় তোলা হয় সোশ্যাল মিডিয়ায়।

আজ যে মানুষটার নিথর দেহটা ঝুলছে...

হাজার নামকরা তারকাদের ভিড়ের মাঝে

সে চাপা পড়ে বিলীন হয়ে যাবে।

তার পরিবার অপেক্ষার আশায় ঘর বাঁধবে,

সে সাধারন মানুষ...

সেই হকারের অপেক্ষায় দিনগুনবে।


                        

 


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali story from Abstract