বন্ধত্ব বিচ্ছেদ
বন্ধত্ব বিচ্ছেদ


এই শহরে!
প্রেম না বন্ধুত্বের সম্পর্ক ভাঙ্গে।
এই শহরে!
শুধু প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয় না।
দুটো বন্ধুর বন্ধুত্বের সম্পর্কেরও বিচ্ছেদ হয়।
আমরা এই শহরে, প্রেমিক-প্রেমিকাদের ভিড়ের মাঝে সব বন্ধুর বন্ধুত্বকে কোথায় যেন হারিয়ে ফেলি। তাদের মধুর সম্পর্ক গুলো মিশে যায় ভিড়ের আড়ালে।
তাদের বন্ধুত্বের বিচ্ছেদের গল্পটা তাদের কাছ থেকেই শুনো, হয়তো তারা নতুন করে বন্ধুত্ব করতে ভয় পায়, বিশ্বাস করতে ভয় পায়।
ওরা হয়তো দু'দিনের লোক দেখানো প্রেমে বিশ্বাস করে না ভালবাসায় বিশ্বাসী, বন্ধুত্বের... ভালবাসায় বিশ্বাস করে। তবে সেই বিশ্বাসও ভেঙ্গে যাবে প্রেমিক-প্রেমিকাদের ভিড়ের মাঝে।
তাদেরও মন ভাঙ্গে, চোখে জল আসে, তাদেরও কষ্ট হয়। তবে তা বলা বারণ। এই শহরে প্রেমিক- প্রেমিকার বিচ্ছেদের গুরুত্ব বেশি, বন্ধুর-বন্ধুত্বের বিচ্ছেদের গুরুত্ব কম।
বন্ধুত্ব ভাঙার গল্প গুলো আমাদের চোখে পড়ে না, কারণ আমরা সকলে প্রেমের পেছনে দৌড়ায় প্রতিনিয়ত।এই শহরে অনেকে এমন আছে, তারা হয়তো প্রেমে পড়তে চায় না... বন্ধুত্বে থাকতে চায়, বন্ধুত্বকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই।
এই শহরে প্রেমের গল্প হয়, কবিতা হয়, "বন্ধুত্ব" কেবল নাম হয়ে থেকে যায়, স্মৃতির পাতায়।