"Dear Diary"
"Dear Diary"


তৃতীয় দিন:
আজকে তৃতীয় দিন, মনে হলো বন্ধুদের ফোন করি কি খবর তাদের ,বিশ্বাস করুন একজন ও ফোন তুললো না|অসহ্য হয়ে রেখে দিলাম|রাস্তার দিকে তাকালাম ,গুটিকয়েক লোক বেরিয়েছে দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে |বাড়িতে আমার আলাদা ঘর র সমবয়সী কেউ ভাই বোন নেই বলে কথা বলার বা শোনার তেমন কেউ নেই ,সবাই ব্যাস্ত বাড়ির কাজ নিয়ে|তাই নিজের মন টাকে নিজেকেই ঠিক রাখতে হয়|এক দাদা থাকেন বিদেশে ,তআর সাথে অনেক্ষন কথা বললাম হোয়াটসাপ এ |বিকেলের সূর্যাস্ত টা পুরো পরিষ্কার লাগছে ফ্লাট র জানালা দিয়ে |
সন্ধেতে কোর্স টা যেটা রেজিস্টার করেছিলাম সেটা শেষ করবো |