ডিয়ার ডায়েরি
ডিয়ার ডায়েরি
১৭ তম দিন :
আজকে সকাল থেকে ঝিমুনি লাগছে ,ঘুম ঘুম পাচ্ছে ,আসলে রাতে ঘুম হচ্ছে না একদম |নানা চিন্তা মাথায় ঘুরছে |ফেইসবুক ,একটি অতীব বিরক্তিকর কাজ ,সেটাই করতে শুরু করে দিলাম |এই সময়টা কালবৈশাখীর সময় |মনে পরে ছোটবেলায় খুব ঝড় হতো আর গাছ থেকে আম পড়তো দেশের বাড়িতে |সেই আম কুড়োতে যেতাম যদি ওখানে থাকতাম |মানুষের নানা কার্যকলাপ এ প্রকৃতি আজ বিপন্ন |আমাদের দেশের বাড়িতে পুকুর ছিল একটা |ঝড় হলে আমরা সবাই ঘর এ ঢুকে পড়তাম ,কেউ বেরোতাম না |