Debabrata Sarkar

Abstract Others

2  

Debabrata Sarkar

Abstract Others

ডিয়ার ডায়েরি

ডিয়ার ডায়েরি

1 min
3.0K


চতুর্দশ দিন :


 বেশ ঘুমোচ্ছিলাম |হটাৎ করে সকালে শাক নেবেন শাক শুনে ঘুম ভেঙে গেলো |ভাবলাম এতো সকালে শাক  কথা থেকে নিয়ে এল |পরক্ষনেই মনে পড়লো কিনলে ভালো হতো |বারান্দা দিয়েই চিৎকার করলাম "ও কাকু দাড়াও নামছি "|শুনে দাঁড়ালো |আমি ফ্লাট থেকে নেমে আসলাম |দাম শুনে বললাম কিগো এতো দাম ?শুনে কিছু বললো না ,বললো যা পারেন দেবেন |দেখলাম বেশ ভালো শাক ,শুধু তাই নই সবজি ও আছে |কিনলাম যা দাম বলছে তাতেই |কাঁচা আম দেখলাম,দেখে আগের দিনের গাছের সেই আমের কথা মনে পড়লো |কিনে নিলাম |


Rate this content
Log in

Similar bengali story from Abstract