Debabrata Sarkar

Abstract

2  

Debabrata Sarkar

Abstract

ডিয়ার ডায়েরি

ডিয়ার ডায়েরি

1 min
2.8K


পঞ্চদশ দিন :


 পনেরো তম দিন আজকে|কবে যে শেষ চুল কেটেছিলাম মনে নেই |দোকান তো বন্ধ |অন্য সময় হলে মা বলে যা চুল কেটে যায় |এখন র কিছু বলতেও পারছে না |বাড়ির পশে একটা মাঠ আছে ,সেখানেও তালা ঝুলছে ,একটা ক্লাব আছে সেটাও তালা |২ টো রি বাইরে নোটিশ দেওয়া আছে |রাস্তায় লোকের আনাগোনা কমে গেছে |কিছু ওষুধ অনলাইন এ অর্ডার করলাম |বললো এসে পৌঁছাতে সময় লাগবে |সে যাই হোক অর্ডার করে দিলাম |এই কদিনে সব মিলিয়ে কারেন্ট বিল অনেক কমে গেছে |কিন্তু ওই যে সবাই একসাথে ইন্টারনেট ব্যবহার করছে তাই আস্তে চলছে |এই অবস্থাতেই কাজ করতে হবে তো|এই ভেবে কাজ শুরু করলাম |


Rate this content
Log in

Similar bengali story from Abstract