Debabrata Sarkar

Abstract Inspirational

3  

Debabrata Sarkar

Abstract Inspirational

সঞ্চয়

সঞ্চয়

1 min
278


খরচ,

 নাম টা শুনলেই কেমন যেন ভয় পেয়ে যাই| ওফ বাবা সামলাবো কিকরে, দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে , আজকে বাজার, কালকে ছেলের টিউশন,পরশু আবার গিন্নির আবদার সিনেমা দেখতে যাবো |সব শেষে হিসাব করতে বসি ,কি খরচ হলো ,কতটা হলো, সিনেমা দেখতে গিয়ে পপ corn না খেয়ে যদি অন্য কোনো ভাবে ম্যানেজ করা যেত তাহলে কি হতো না?এই ভাবতে ভাবতে কখন যে ঘুম আসে যায় জানি না |ব্যাস,হয়ে গেলো, আবার সকালে উঠে দৌড়াও |এই হচ্ছে আমাদের প্রতিদিনের জীবন |


কিন্তু যদি ছোটোখাটো জিনিসের দিকে নজর দি তাহলে হয়তো কিছুটা সুরাহা হলেও হতে পারে |এই সকালে বেরোনোর আগে বোকা বাক্স তে ৫ টাকা গলিয়ে দিলাম| ছেলেকেও বললাম একদিন চিকেন মোমো না খেয়ে পনির মোমো খেয়ে ১০ টাকা বাক্সে গলিয়ে দিতে |গিন্নীকেও বললাম|গিন্নি তো প্রথমে শুনেই চেঁচামেচি ,আবার পরিষ্কার করতে হবে একটা নতুন জিনিস|কিন্তু কিছু দিন বাদে দেখলাম ছেলে বেশ মজা পেয়ে গেলো |মাসের শেষে দেখলাম বাক্স টা বেশ ভারী হয়ে গেছে|১ বছর বাদে সেই টাকা টা নিয়ে গিন্নি র ছেলের নামে ব্যাঙ্ক এ রেখে দিলাম |আমারও সঞ্চয় হলো সেই সাথে গিন্নি র ছেলের উপকার হলো |


Rate this content
Log in

Similar bengali story from Abstract