চশমা :
চশমা :


আজ কাল খুব ভুলো মন হয়েছে, আজ... কোথায় যে রাখলাম, এমন জায়গায় রেখেছি যে পরে পাবো..বারকতক এই কথা টা মনে মনে আওড়ালো , কিন্তু গেলো কোথায়? টিভির পাশে? না ! ডাইনিং টেবিল এ ? না !
রান্না ঘরে? না ! ব্যালকনির ধাপিতে ? না ! বই এর ভিতর ? না! ওপরতলার শোকেসে ? না ! এমন কি বাথরুম এও না!
উফফফ ! গেল কোথায় ? সম্ভাব্য সকল জায়গায় খুঁজে হাল ছেড়ে দিলো সীমন্তি . বসে পড়লো সোফায় . উফফ মারাত্মক ভুলে যাচ্ছি আজ কাল সব কিছু. ডাক্তার দেখাতে হবে নাকি? এদিকে চশমা ছাড়া তো চোখেও দেখি না . একটু পরেই মাথা ব্যাথা শুরু হবে .. পাশেই ছিল রিমোট , সীমন্তি টিভি চালু করলো. কিছু ক্ষণ পর রিজু ফোন করলো, সীমন্তি ছেলের কাছেই ক্ষোভ উগরে দিলো চশমা নিয়ে. ওপ্রান্তে ছেলে কিছু ক্ষণ শুনে বললো মা তুমি খালি চোখে টিভি দেখছো?
সীমন্তি চোখে হাত দিলো ,চশমা আছে চশমার জায়গাতেই .. মনটাই বরং নেই তার জায়গা তে..