STORYMIRROR

দীপালি কোটাল

Abstract Drama Others

3  

দীপালি কোটাল

Abstract Drama Others

বড়লোকের দুর্গা(শরৎকাল)

বড়লোকের দুর্গা(শরৎকাল)

1 min
302

নীলের বুকে সোনালির ভেলায় প্রভার উদয় হলো, 

কাশের বনে হিমেল পরশ শরতের জানান দিলো। 

বস্তিপাড়ার কুঁড়েদানির পাশে দুর্গন্ধময় নর্দমায় ভেসে যাওয়া শিউলির সুবাসে,

ছোট্ট শিবানীর মন আগমনীর সুরে আনচান করে ওঠে। 

এক ছুটে ঘরে এসে মাকে জড়িয়ে ধরে বলে-

" এ মা, তুই যে বলেটো ছিলিস, আসছে বছর পূজার পরবে লুতন জামাটো কিননে দিবিক?"

মা শত বেদনা চেপে বুকে, চোখের জল আড়াল করে দাঁত খেঁচিয়ে বলে-

"দূর হ পোড়ারমুখী, পেটে দুবেলা দুমুঠো দানাপানি জুটে লাই, আর তু পিন্দার জন্য লতুন জামাটো চাই! "

অভিমানীনি শিবানী মুখ ফুলিয়ে ছুটে গেল গঙ্গার পাড়ে, মা দুগ্গাকে নালিশ জানায় আকাশপানে চেয়ে-

"মা, তুই তো সকলটোর মা, 

আর কয়েকটো দিন পরে 

মোদের মাঝে আসবি সগ্গ থেকে নেমে,

চার বাচ্চা লিয়ে লুতন জামাকাপড় পিন্দে

তাহলে মুই পাবোক লাই ক্যানে?"

বাস্তবতার অজ্ঞতায় নির্বাক বালিকার সজল দুটো নয়ন, ও যে জানে না,

দূর্গা শুধু বড়লোকেদের,গরীব, হাভাতেদের নয়!


Rate this content
Log in

Similar bengali story from Abstract