STORYMIRROR

দীপালি কোটাল

Romance Others

3  

দীপালি কোটাল

Romance Others

বহুদিন

বহুদিন

1 min
296

বহুদিন তোমাকে দেখেনি,

যোগাযোগ ও নেই মুঠোফোনেও।

জানিনা আমার মন্দিরা কেমন আছে,

ওকে কতদিন গল্প শুনিয়ে ঘুম পাড়াইনি।

তোমার ঠোঁটের উষ্ণতা মাখা চুম্বনে কতদিন ঘুম ভাঙেনি।

জল কেটে কেটে আমি ফিরছি ভালোবাসার তরী নিয়ে শীঘ্রই।

অনেক কিছু লিখেছি ডায়েরিতে, তোমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে।

এটুকু বলি ভালোবাসি অনেক আমিও জানি তুমি করো।

অপেক্ষা করো প্ৰিয় আমি আসছি তোমার বুঁকের সমতলে শীঘ্রই।


Rate this content
Log in

Similar bengali story from Romance