বদলা নেবে সে ( বিষয়- অত্যাচার)
বদলা নেবে সে ( বিষয়- অত্যাচার)


আজকাল মিত্তির বাড়িতে রাত্রিবেলা প্রায়ই ঝুমুরের আওয়াজ পাওয়া যায়। মাঝে মাঝে তো কেও যেন বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে। ঐ তো সেদিন মিত্তির বাড়ির পুরোনো চাকরটা এসে এক প্রতিবেশীকে বলছিল ঐ বাড়ির সব ঘটনা। কি সব ভূতুরে কান্ড রে বাবা! কিছুদিন আগে ঐ বাড়ির ছোট বৌ'টা আগুনে পুড়ে মারা গেছে। তারপর থেকেই এই সব ঘটনা ঘটে চলেছে। বৌ'টা বেঁচে থাকতে তো ঐ বাড়ির সকলে উঠতে বসতে ওকে কথা শুনিয়েছে, অনেক অত্যাচার করেছে। গরীব বাড়ির মেয়ে ছিল কিনা, তাই সব সহ্য করেছিল। হয়তো ওরাই ওকে পুড়িয়ে মেরেছে। কানাঘেঁষায় তো তাই শোনা যাচ্ছে। পয়সা দিয়ে এখন আইন-আদালত কিনে রেখেছে ওরা। তবে কথায় আছে না,পাপ ছাড়ে না বাপকে। সেই জন্যই হয়তো ওর আত্মা এখনো ঐ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ওর ওপর হওয়া অত্যাচারের বদলা ও নিশ্চয়ই নেবে। যাক্ বাবা, তাহলে যদি ওর আত্মাটা শান্তি পায়।