পূজা চক্রবর্তী

Tragedy Others

2.9  

পূজা চক্রবর্তী

Tragedy Others

অকাল মৃত্যু

অকাল মৃত্যু

2 mins
538


মৃত্যুর রূপ

পুজা চক্রবর্তী

জন্ম হলে মৃত্যু হবেই,,,কিন্তু অনেক মানুষ আছে যারা মরার কথা শুনলেই ভীষন কস্ট পায়,,,কিন্তু একটা কথা কেউ কি ভেবে দেখেছেন?

একজন মানুষ বেঁচে থাকতে যা সে পায় না,, যেদিন মরে যায় সেদিন সে পায়,একটা মানুষ সারাজীবন শুধু এটাই চায় যে সবাই তার কস্ট, আনন্দ অনুভূতি ,বুঝতে পারবে,সবাই তাকে ভালোবাসবে,,কিন্তু মানুষ এর দুর্ভাগ্য হাজার চেষ্টা করেও সেটা কেউ পায় না,  মানুষ তাকে বিনা কারণে ভুল বুঝে,অপমান করে,,অবহেলা করে,,তার প্রতিভা না দেখেই তার বিচার করে।একজন মানুষ হাজার চেষ্টা করেও কারোর মনের মতো হতে পারেনা,,,,,কারণ আজ কাল সবাই স্বার্থপর,,,কেউ অকারণে কারোর সাথে কথায় বলে না।একজন মানুষ আর একজন মানুষের মন বুঝতে পারেনা,।এমনকি তার গুরুত্বকে বুঝে না,,,,

একদিন যখন সেই মানুষ টা মরে যায়,,,,তখন সবাই তার প্রশংসা করে,,সবাই তার জন্য চোখের জল ফেলে,,কেউ আবার নাটক করে হলেও কান্না করে, সবাই যে মন থেকে কান্না করে এটা বলা যায় না,,, ।মোট কথা,,,তাকে মৃত্যু সজ্জায় দেখতে সবাই আসে , শেষ বারের মতো সবাই তাকে সম্মান জানায়।আর কান্না করে বিলাপ করে,,মরে যাবার পর,,,সবাই বলে মানুষ টা খুব ভালো ছিলো,।অথচ বেঁচে থাকতে একটা দিন ও মানুষ সেই মানুষ টাকে অপমান করতে ছাড়েনা,,,মানুষ একদিনও ভেবে দেখে না,,, যে আজ যে মানুষ টা অকালে চলে যাবার পিছনে কোনো না কোনো ভাবে তারাও দায়ী।

সেই মানুষ টা যখন অপমান অবহেলা,,,কস্ট পেয়ে নিজেকে শেষ করে দেয়,,,ঠিক তখনি সবাই তাকে ভালোবাসে, আর যে মানুষ টা মরে যায় সে কিন্তু জানতে ও পারছে না যে,,,তার মৃত্যু তে কে কে কত টা কস্ট পেলো,,,,কারা কারা তার প্রশংসা করলো,,,,তার গুরুত্ব টা বুঝতে পারলো,,, তবে বলুন মৃত্যুর পরে তাকে সম্মান জানিয়ে কি লাভ? যদি বেঁচে থাকতেই তাকে সম্মান দিতে না পারেন।

যে চলে যাবার সে কিন্তু চলেই যায়,!!!হাজার কান্না করে ও তাকে আর ফিরিয়ে আনা যায় না,,,,তাই অবশেষে বলবো,,,,মানুষ বেঁচে থাকতে তাকে গুরুত্ব দিন,,,তাকে অকারণে অবহেলা অপমান না করে তার কস্ট এ তার পাশে এসে দাঁড়ান,,।মানুষ টা মরে গেলে নয়,,,👏

মানুষ মানুষের জন্য বেঁচে থাকে🥰আবার মানুষ মানুষের জন্যই মারা যায


Rate this content
Log in

Similar bengali story from Tragedy