STORYMIRROR

Krishan Gharai

Thriller

4  

Krishan Gharai

Thriller

আয়না পর্ব ৯

আয়না পর্ব ৯

2 mins
259

আয়না

            পর্ব ৯


      দ্বিতীয় বাংলো পেরিয়ে যখন তারা তৃতীয় বাংলোর দিকে অগ্রসর হল তখন হঠাৎ পিনাকি বাবু অনুভব করলেন কেউ তাঁকে অনুসরণ করছে। কিন্তু চারিদিকে মশাল জ্বলে আছে বলেই সে কিছুতেই পিনাকি বাবুর উপর আক্রমণ করতে পারছে না। পিনাকি বাবু যখন পিছন ফিরে বারবার তাঁকে দেখার চেষ্টা করলেন কিন্তু কাউকেই তিনি দেখতে পেলেন না।

রাতুল: " মামা! কি হয়েছে? বারবার পিছনে কি দেখছো?"

       পিনাকী বাবু ভাবতে লাগলেন যদি বাচ্চাদের এখন সত্যিটা বলে দিই তাহলে ওরা খুব ভয় পাবে। আর তখন আর একটা বিপদ হয়ে যাবে। তাই তিনি কথাটি ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, " ও কিছু না। জঙ্গলে তো একটু ভয় হতেই পারে।"

রাতুল: " মামা! কিছু হবে না। সব ব্যবস্থা তো করা হয়েছে।"

রিমি ও রোহিনী: " ব্যবস্থা! কি ব্যবস্থা?"

রাতুল: " সবটা পরে জানতে পারবি। সামনে দেখ আমরা তৃতীয় বাংলোর অনেকটা কাছাকাছি চলে এসেছি।"

পিনাকি বাবু: " তুই কি করে জানলি?"

   রাতুল গম্ভীর গলায় বলল, "আমি সব জানি। মামা!"

       পিনাকী বাবু অতটা গুরুত্ব না দিয়ে সবার সাথে এগিয়ে চললেন। তৃতীয় বাংলোর আরও কাছাকাছি আসতেই রাতুল হঠাৎ লক্ষ্য করল পিনাকি বাবু তাদের পিছনে নেই। রাতুল ভাবল হয়তো মামা একটু পিছিয়ে পড়েছে। রাতুল সবার সাথে এগিয়ে চলল। কিছুক্ষণ পর রাতুল আবার পিছনে লক্ষ্য করে দেখলো পিনাকি বাবুর পাশে যে বডিগার্ডটা ছিল তাঁর মশালটা নিভে গেছে।

      রাতুলের বুঝতে কোনো অসুবিধা হলো না এটা রানী দুর্গাবতীর আত্মার কাজ। সে তার কথা রেখেছে। পিনাকি বাবুকে সে নিয়ে গেছে। রাতুল আবার ভাবতে লাগলো যখন থেকে মামা আমাদের দল থেকে হারিয়ে গেল তখন জায়গাটা ছিল দ্বিতীয় আর তৃতীয় বাংলোর মাঝামাঝি স্থান।

      তাহলে সে মামাকে কখনোই তৃতীয় বাংলোতে নিয়ে যাবে না। কারন আমরা তৃতীয় বাংলোর দিকে যাচ্ছি।তাই মামাকে সে দ্বিতীয় বাংলাতেই নিয়ে গেছে। তাই মামাকে বাঁচাতে গেলে আমাদের দ্বিতীয় বাংলোতে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে।


Rate this content
Log in

Similar bengali story from Thriller