The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Riya Singh

Classics Inspirational

4.0  

Riya Singh

Classics Inspirational

আমার চোখে দূর্গা

আমার চোখে দূর্গা

1 min
12K



দূর্গা কথার অর্থ দশভূজা অর্থাৎ যিনি দশমহাবিদ্যায় পারদর্শী ।একান্ত ভাবে বলা যায় নারী দূর্গার আরেক রূপ জগতে বিরাজমান। আমার চোখে তাই গৃহবধু থেকে শুরু করে নিষিদ্ধপল্লীর দেহব্যবসায়ী দূর্গা তাদের ভিটের মাটি বিনা তো কাঠামো নিমার্ণ অসম্ভব ,সম্মানের যোগ্য যতই সমাজের তথাকথিত ভদ্র সমাজ প্রয়োজনে সাহায্য ভিক্ষা দেয়নি বাধ্য হয়েছে অনাহারে বেছে নিয়েছে ।আজ যদি সমাজের সকল স্তরের নারী যোগ্য সম্মান পেতো কখনোই তাদের পুরুষের ভোগ্য বস্তু তে পরিণত হতোনা।পুরুষের ছোঁয়াতেই তারা নষ্ট।


  বাস্তবের দূর্গা সর্বস্তরের শ্রেণীর নারী তারা জলজ্যান্ত প্রতিমা,তাদের ত্রিশুল তাদের দৃঢ় পদক্ষেপ।জেদী মনোভাব তাদের বলপ্রয়োগের পদ্ধতি।তাদের ক্রোধ বিনাশের কারণ সমাজের অসুরজাতির ।

  ধর্ষিতা একজন দূর্গা অনুরূপ অ্যাসিড অ্যাক্রান্ত ঠিক তাই।নির্যাতনের শিকার হয়েও পিছিয়ে যায়নি বরং অনুপ্রেরণা হয়ে উঠেছে নারী সমাজের।


Rate this content
Log in

More bengali story from Riya Singh

Similar bengali story from Classics