যুগ-সম্মিলন
যুগ-সম্মিলন
বিদেহী বিচিত্র মন শিশিরসন্ধ্যায়,
নিবেদিতপ্রাণ রূপে মিলনের বেলা,
সুরভিত দায়ভার রজনীগন্ধায় ,
মাঙ্গলিক দ্যূতিসম প্রজন্মের খেলা।
কুয়াশা শিশিরবিন্দু রিক্তচিত্ত যথা,
তরুণ তরুণীহীন গিরিতট বাহি',
বনবীথি চ্যুত পত্র অবৈষ্ণব কথা,
সহসা গীতার বাণী বক্ষে অবগাহি।
যারা ছিল একদিন; দিয়েছিল বাক্য,
দৃঢ়চিত্ত স্থিতধীর নৈরাশ্য নিষ্ঠুর,
নশ্বর নীরব আজি বাকবদ্ধ শাক্য ,
আমার আকুল প্রাণ শুনিতেছে সুর ।
বাসন্তী হৈমন্তী তথা শারদীয়া বেলা,
ক্ষণতরে পরিণত মিলনের মেলা ।
