যেদিন তোমার প্রেমে হবো বিলীন
যেদিন তোমার প্রেমে হবো বিলীন
সে যে আমার গোপন ব্যাথার নির্ঝরিণী
কয়না কথা দিবস যামিনী
হাসি কান্নার বাদল ছায়ায়
মন মাঝি ধায় মিলন আশায়
স্বপ্ন ঘেরা সুখের আসন
ব্যাথা জড়ানো দুখের বসন
বিপদ আঁধারে অন্ধ নয়ন
অতল জলধি মনের গহন
সব কিছু ছাড়ি যাবো তার লাগি
সুপ্ত মনের বাসনা ত্যাগী
দূর হতে দূরান্তরে
যেথায় তোমার স্বপ্ন শিখরে
সত্তা নাচে গৌরবে
এ মন আমার হারিয়ে যে যায়
তোমায় খুঁজে পাওয়ার আশায়
ধরার মাঝে অধরা তুমি
ঘুরে মরি নিরাশায়
তবুও তোমাতে সঁপেছি পরান
শত লাঞ্ছনা বুকে ধরে
জানি তুমি ডেকে নেবে সেদিন
যেদিন তোমার প্রেমে হবো বিলীন