STORYMIRROR

Abhijit Halder

Classics Others

4  

Abhijit Halder

Classics Others

যে কবিতা নিজেই এক গ্রহ

যে কবিতা নিজেই এক গ্রহ

1 min
8

যে কবিতা নিজেই এক গ্রহ
  — অভিজিৎ হালদার 


আমি একটি শব্দ হতে চেয়েছিলাম
যা উচ্চারণের আগেই
তোমার চোখে জল এনে দেয়।

আমি একটি নদী হতে চেয়েছিলাম
যার উৎস নেই, গন্তব্য নেই
তবু সে বয়ে চলে
তোমার হৃদয়ের নিঃশব্দ মানচিত্রে।

তুমি যাকে ভালোবাসো
সে হয়তো একদিন ভুলে যাবে তোমার মুখ—
কিন্তু আমি লিখে রাখবো তোমার হাসি
একটি মৃত নক্ষত্রের শীতল মুখপৃষ্ঠে
যেখানে সময় আর জন্ম নেয় না।

আমরা সবাই খণ্ড খণ্ড অতীত
ভবিষ্যতের অপেক্ষায় থেমে থাকা অস্থিরতা।
তবুও আমরা ভালোবাসি—
কারণ ভালোবাসা মানে
অন্ধকারে আলো জ্বালানোর ভুল সাহস।

আমি একদিন ঘুমিয়ে পড়বো
একটি পাতার নিচে—
যেখানে পোকামাকড়েরা আমার স্বপ্ন পড়বে
আর ভাববে,
এই মানুষটা কি শেষ পর্যন্ত ঈশ্বরকে ছুঁয়েছিল?

আমার কবিতা—
না কোনো ভাষা,
না কোনো ধর্মের,
এ কবিতা এক নিঃশব্দ বিপ্লব
যেখানে যুদ্ধ নেই, কিন্তু রক্ত আছে—
ভালোবাসার রক্ত।

তুমি যদি আজ মরে যাও,
তোমার দেহ থেকে ফুটে উঠবে
একটি বুনো ফুল—
আমি সেই ফুলের পাপড়িতে লিখবো
আমাদের চিরকালীন ভুল বোঝাবুঝি।।


© Copyright Reserved 
       Abhijit Halder 



Rate this content
Log in

Similar bengali poem from Classics