যদি ডানা পেতাম
যদি ডানা পেতাম


যদি দুটো ডানা পেতাম
সবার আগে যেতাম উড়ে
তোমার কাছে।
জানি বলতে তুমি
এতদিন অভিমান করে
কি থাকতে আছে?
আমি চুপটি করে তোমার
হাতটি নিতাম আমার হাতে
আমার স্পর্শে তুমি আগের মতই
আদর করে কাছে নিতে
খুব ইচ্ছে করে সেই তোমাকেই
আরো একবার ফিরে পেতে
জানি এখনও তুমি অপেক্ষাতে
কাটিয়ে হাজার ঝঞ্জা ঝড়
কখন বলবো এবার বাঁধবো ঘর
ঘর বেঁধেছি অন্য কারো
টাকায় মেপে সুখ কিনেছি
শুধু ভালোবাসা যায় না কেনা
হৃদয় দিয়ে তা বুঝেছি।